DLS 15 MOD FIFA


DLS15 হলো FTS এর প্রথম গেম।
এই গেমের গ্রাফিক্স তেমন ভালো না হলেও এই গেমের কিছু ভালো দিক আছে!

যেমনঃ
এই গেমে পেলে, ম্যারাডোনা, ক্রুইফ, রোনালদো লিমা সহ সব লিজেন্ডারি খেলোয়াড় আছে।
এবং আপনি নিজে প্লেয়ার তৈরি করে নিতে পারবেন। মানে আপনার নিজের নামে!
তখন পেলে-ম্যারাডোনার সাথে আপনি খেলবেন!!!

আমি মোড করে গ্রাফিক্স, মাঠ, বল, প্লেয়ার সহ বেশ কিছু জিনিস পরিবর্তন করেছি,
যার কারনে আশা করি খেলতে ভালো লাগবে। এবং আপনি চোখের প্রশান্তি পাবেন। খেল্লেই বুঝবেন! 😂

ইন্সটল করার নিয়মঃ
প্রথম এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেনঃ DLS 15 FIFA.zip
এবার জিপ ফাইলটি আনজিপ করে এপিকে ইন্সটল করুন।
ওবিবি ফাইলের ফোল্ডারটি Android/obb তে পেস্ট করুন।
(সামস্যাং সহ কিছু ফোনের মেমরিতে ওবিবি রাখলে কাজ করে না,
 সেক্ষেত্রে ফোন স্টোরে ওবিবি রাখুন।)


ইঞ্জয়! ;-)

Comments

Popular posts from this blog

FTS BD 18

অ্যান্ড্রয়েড ফোনে বাংলা ফন্ট চেঞ্জ করার নিয়ম