FTS 15 BD League MOD

First Touch Soccer 2015 গেমের জার্সি নিজের ইচ্ছা মত বানাতে চাইলে যা করতে হবেঃ
প্রথমে এখানে ক্লিক করে গুগল থেকে আপনার পছন্দ মত জার্সির ছবি ডাউনলোড করে নিন!
তারপর PicsArt এডিটর দিয়ে ইচ্ছা মত ডিজাইন করুন।
যেমন আমি বাংলাদেশের সবুজ (হোম) এবং লাল (এওয়ে) দুইটা জার্সি করেছি!!
ইচ্ছা মত লোগো চেঞ্জ করতে চাইলে আপনার ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ ৫১২X৫১২ (জার্সি এবং লোগো) সাইজের ছবি।
বিলবোর্ড বিজ্ঞাপনের জন্য ১০২৪X১২৮ সাইজের ছবি এডিট করুন। আমি যেটা দেখতে এখানে ক্লিক করুন।
আপডেটঃ এই বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ লীগ ডাউনলোড করে আনজিপ করুন।তারপর com.firsttouchgames.fts15 ফোল্ডারটি DCard/Android/data ফোল্ডারে পেস্ট করেন। (আপনি আগে যা খেলেছেন সব রিমোভ হয়ে যাবে। বাট এখানে বাংলাদেশ জাতীয় দল এবং লীগ আছে, সাথে ৭৭৭৭৭৭৭৭৭+ কয়েন তো আছেই!!)
আমার বানানো জার্সি দিতে চাইলে, সবুজ (হোম) জার্সি লিংকঃ https://aslamkf.files.wordpress.com/2015/11/bd20home1.jpg
লাল (এওয়ে) জার্সি লিংকঃ https://aslamkf.files.wordpress.com/2015/11/bd20away1.jpg
কপি করে রাখেন!
এখন গেম চালু করে "Custom Data" তে ক্লিক করুন।
Screenshot_20151107-180247
তারপর আপনার পছন্দ করা দল বা যে দল নিয়ে খেলেন সেটার মাঝে যান।
Screenshot_20151107-180645
Edit Team Name: দলের নাম এবং দলের শর্ট নাম চেঞ্জ করা।
Edit Players: খেলোয়াড়দের নাম এবং জার্সি নাম্বার চেঞ্জ করা।
Edit Number Colours: জার্সির নাম্বারের রঙ চেঞ্জ করা
Import Logo: দলের লোগো চেঞ্জ করা।
Import Home Kit: নিজের মাঠে খেলার সময় খেলোয়াড়দের জার্সি চেঞ্জ করা।
Import Away Kit: অন্যদের মাঠে খেলার সময় খেলোয়াড়দের জার্সি চেঞ্জ করা।
Import Home GK Kit: নিজের মাঠে খেলার সময় গোলকিপারের জার্সি চেঞ্জ করা।
Import Away GK Kit: অন্যদের মাঠে খেলার সময় গোলকিপারের জার্সি চেঞ্জ করা।
এখন আমি দেখাবো জার্সি কি ভাবে চেঞ্জ করে।
(এখানে আমি গোলকিপারের ক্লিক করলাম)
এখন আপনি যে লিংকটা কপি করেছেন সেটা এই বাক্সে পেস্ট করুন।
Screenshot_20151107-180608
Screenshot_20151107-180615
এব্বার "Accept" এর মাঝে ক্লিক করুন!
ব্যাস!! কাম খতম!

Screenshot_20151107-180745

Comments

Popular posts from this blog

DLS 15 MOD FIFA

FTS BD 18

অ্যান্ড্রয়েড ফোনে বাংলা ফন্ট চেঞ্জ করার নিয়ম