অ্যান্ড্রয়েড ফোনে বাংলা ফন্ট চেঞ্জ করার নিয়ম

যা লাগবেঃ
১. অবশ্যই রুটেড ডিভাইস
২. ES Explorer বা Root Explorer
৩. পছন্দ মত বাংলা ফন্ট।
আমি এটা করেছি।
৪. সিস্টেম ফাইল নিয়ে গুতাগুতির অভ্যাস! না থাকলেও সমস্যা নাই! :-P
ফন্টটি ডাউনলোড করা হলে ES Explorer এ ঢুকে যেখানে ফন্টটা ডাউনলোড হইসে সেখানে যান।
এবার ফন্টটা ৪ (চার) টি কপি করে রিনেম করে এই ৪ টা নাম দেন। (আমি যেটার লিংক দিয়েছি সেটা করা আছে)
NotoSansBengali-Bold.ttf
NotoSansBengaliUI-Regular.ttf
NotoSansBengaliUI-Bold.ttf
NotoSansBengali-Regular.ttf
যেটা বড় হাতের সেটা বড় হাতের দিতে হবে, ড্যাশও দিতে হবে।
রিনেম করা হলে ফন্ট গুলি লং প্রেস করে "Copy" সিলেক্ট করেন।
তারপর সিস্টেম মাউন্ট করে নিন। (R/W মুডে) না পারলে এই স্টেপ স্কিপ করেন।
না পারলে ---- ES Explorer এ মেনু বাটন টাচ করে, বাম পাশ থেকে স্লাইড করে একটা উইন্ডো আসবে।
Tools এ ক্লিক করে, নিচে স্ক্রল কররেন, Root Explorer নামে একটা অপশন থাকবে।
image
অফ থাকলে অন কররেন, সুপার ইউজার এক্সেস চাইলে দিয়া দিবেন।
এবার Root Explorer লেখার গায়ে টাচ করলে একটা উইন্ডো আসবে।
Mount R/W সিলেক্ট করেন। সবগুলো R/W দিয়ে OK দেন।
image
ব্যাস, মাউন্ট হয়ে গেল আপনার সিস্টেম ।
তারপর "/system/fonts/" এই ডিরেক্টরিতে যান। সেখানে আগে থেকে এই নামের ৪ টা ফন্ট আছে।
সেগুলি ব্যাকাপ করে রাখতে ইচ্ছা হলে একটাতে লং প্রেস করে .bak" নামে রিনেম করেন, এভাবে ৪ টা ই করেন, ব্যস ব্যাকাপ হয়ে গেল।
এবার আগে যে ফন্ট গুলি(ডাউনলোড করে রিনেম করা) কপি করে রাখসি সেটা Paste করেন।
image
**ইম্পরট্যান্ট **

এবার পারমিশন সেট করার পালা। এই মাত্র যে ফন্ট গুলি পেস্ট করেছেন, সেগুলির একটাতে লং প্রেস করেন, মেনু আসলে More এ গিয়ে Properties এ সিলেক্ট করেন।
image
image
image
Owner এর পাশে তিনটা ঘর দেখবে, তিনটাতেই টিক দিবেন।
এর নিচে Group আছে, এটার প্রথম দুইটাতে টিক দিবেন।
পরেরটার প্রথম টাতে দিবেন , এবার সেইভ করেন। কাজ হইসে কিনা আবার পারমিশনে ঢুকে চেক করে নেন।
এভাবে ৪ টার মাঝেই করতে হবে।
image
কাজ শেষ, ফোন রিবুট করে দেখেন ক্যাল্লাফতে! :-D

Comments

Popular posts from this blog

DLS 15 MOD FIFA

FTS BD 18